ফরিদপুরের কানাইপুরে বাসের সুপার ভাইজারের ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের নিজ বাড়ীর একটি গাছ থেকে পরিবহন বাসের সুপার ভাইজার আইয়ুব আলী হাওলাদার(৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে তিনি গাছে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।