• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
সালথা’য় ইউনিয়ন আ’লীগ নেতার উপর হামলা, আটক-১

সালথা’য় ইউনিয়ন আ’লীগ নেতার উপর হামলা, আটক-১

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জাকির হোসেন মোল্যা (৫০) এর উপর হামলা করেছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুরে ইউনিয়নের নকুলহাটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জাকির ওই গ্রামের মৃত জয়নাল আবেদীন মোল্যার ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আওয়ামী লীগ নেতা জাকির হোসেন অভিযোগ করে বলেন, একই গ্রামের আইয়ুব মোল্যার সাথে আমার জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাঝে মাঝে তারা আমাকে প্রাণনাশের হুম-ধামকি দিয়ে আসছে। এরই সুত্রধরে শুক্রবার দুপুরে আইয়ুব মোল্যা, মাদক ব্যবসায়ী তারেক মোল্যা, সাদ্দাম হোসেন ও হায়দার আলীসহ আরো কয়েকজন আমার বাড়িতে এসে আমাকে অকর্থভাষায় গালিগালাজ করে। আমি ঘর থেকে বের হয়ে গালিগালাজ করতে নিষেধ করলে ওরা আমার উপর হামলা চালায়। তখন আমার চিৎকার শুণে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওরা দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় আমি বাদী হয়ে আইয়ুব মোল্যাকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছি।

এবিষয়ে আইয়ুব মোল্যা পুলিশের হাতে আটক হওয়ায় কোন বক্তব্য নেওয়া সম্ভর হয়নি।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, জাকির হোসেনের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার পর আইয়ুব মোল্যাকে আটক করে শনিবার সকালে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।