• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
গলাচিপা চত্রা গ্রামে রাধা কৃষ্ণ মন্দিরে ৩ তিন দিন ব্যাপী হরিনাম কীর্ত্তন

সজ্ঞিব দাস, গলাচিপ (পটুয়াখালী) প্রতিনিধি ‘ওঁ নমোঃ ভগবতে শ্রীকৃষ্ণায়’ ভক্তিই বল নামই সম্বল। “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে” সনাতন ধর্মাবলম্বীদের সব
চেয়ে বড় পূর্নতা লাভ এবং শ্রী শ্রী ভগবান কৃষ্ণ ও রাধার মানব কল্যাণের শান্তি লাভের প্রেরনায় বিশ্বের সকল জীবের শান্তি মঙ্গল কামনায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা আটখালী সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দিরে ৩দিন ব্যাপী হরিনাম কীর্ত্তন অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রী শ্রী তারক ব্রক্ষ মহা নাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে কুঞ্জভঙ্গ দধি মঙ্গল, জলকে মহা প্রভুর ভোগরাগ অন্তেঃ মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠানে হবে বলে, মন্দিরের পুরোহিত জানান। হরিনাম কীর্ত্তনে দেশের বিভিন্ন জেরা থেকে, ছয়টি দল দিবারাত্রী কীর্ত্তন সহ পূজা অর্চনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হরিনাম কীর্ত্তন উপলক্ষে বাংলা বাজারে এক উৎসবের আনন্দ উপভোগ করছে ধর্মপ্রান সনাতন ধর্মাবলম্বীরা। অনুষ্ঠান উপভোগ
করতে উপজেলা চেয়ারম্যান জননেতা মু. শাহিন শাহ,ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় কীর্ত্তন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। দীর্ঘ ১৭ বছর যাবৎ মন্দিরে সার্বিক স্থাপনা ও হরি নাম কৃত্তর্ন সহ নানা বিধ ধর্মীয় উৎসব পালন করে আসছে। আজো পাড়া গায়ে রাধা কৃষ্ণ মন্দিরটি একটি পূর্নস্থান হিসেবে বিবেচিত।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।