সালথা’য় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ডিজিটাল সাদা ছড়ি বিতরণ
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিতঃ 4 বছর আগে
299 বার দেখা হয়েছে
০
সমাজ কল্যাণ অধিদপ্তরের আওতায় ফরিদপুরের সালথায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজ সেবার আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা শিক্ষা অফিসার নিয়ামত হোসেন, ভাঙ্গা উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আতিয়া সুলতানা, সালথা উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, উপজেলা যুবলীগের সাংঘঠণিক সম্পাদক বাদল হোসেন প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ১০ জনকে ডিজিটাল সাদা ছড়ি দেওয়া হয়।