• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে পদ্মার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর সদরের পদ্মা পাড়ের তিনটি ইউনিয়ন নর্থ চ্যানেল, ডিক্রিরচর ও আলীয়াবাদ ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া গোলডাঙ্গী সড়ক, বারান বিশ্বাসের ডাঙ্গী এলাকার সড়ক, কাইমুদ্দীন মাতুব্বরের ডাঙ্গি এলাকার তিনটি সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকার জনগণ এখন চরম ভোগান্তির মধ্যে পড়েছে। পানির নিচে শতশত একর ফসলি জমি। এছাড়া জেলার সদরপুর, চরভ্রদাসন উপজেলার দশটি ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধি পাওয়াতে বিভিন্ন এলাকায় ভাঙনও দেখা দিয়েছে।

গোলডাঙ্গীর চর এলাকার এক কৃষক বলেন, হঠাৎ পানি বাড়ার কারণে সমস্যায় পড়ছি। সমস্ত পাটের জমি পানিতে তলায় গেছে। একেতো করোনা ভাইরাস আর এখন যদি এভাবে পানি বাড়তে থাকে তাহলে আমরাতো ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকবো। পাট কাটার সময় প্রায় এসে গেছে কিন্তু পানি যেভাবে বাড়তেছে তাতে এই পাট ঘরে তুলবো কেমনে সে চিন্তায় আছি।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, পানি বৃদ্ধির ফলে মধুমতী ও পদ্মা নদীর বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি বালু ভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধ করতে। তাছাড়া ভাঙন কবলিত বেশ কিছু এলাকায় স্থায়ী বাঁধ দেওয়া হয়েছে, যার ফলে এসব এলাকার জনগণ এখন স্বস্তিতে জীবন যাপন করতে পারছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।