• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
খুলছে মার্কেট, যেসব শর্ত মেনে দোকানপাট খুলবে ব্যবসায়ীরা

ছবি-প্রতিকী

করোনা পরিস্থিতি মোকাবিলায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলে যেসব শর্ত ও করণীয় মেনে মার্কেট খুলবে ব্যবসায়ীরা তার একটি নির্দেশিকা দিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

সোমবার (৩ মে) ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান এক বিবৃতিতে এ নির্দেশিকা তুলে ধরেন।

বিবৃতিতে তিনি জানান, বাংলাদেশ সরকারের নির্দেশিকা অনুযায়ী, বেশকিছু শর্তসমূহ পালন ও করণীয় পদক্ষেপসমূহ অনুসরণ করা হবে। করোনাভাইরাস প্রতিরোধে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলোর জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হয়েছে।দোকান/অফিসে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা। পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মচারী ও ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা। ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস এর ব্যবহার নিশ্চিত করা। ব্যবসা প্রতিষ্ঠান প্রতি দুই ঘণ্টা পর পর পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং প্রবেশ পথে ব্লিচিং পাউডার মিশ্রিত ভেজানো ফোম/পাপোস রাখা। ক্রেতাদের দোকানে প্রবেশ, অবস্থানকালীন ও পণ্য ক্রয়-বিক্রয়ের সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করা। দোকানে প্রবেশকালে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। প্রবেশ পথে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা। ক্রেতাদের ভিড় পরিহার করার লক্ষ্যে নিজস্ব নিরাপত্তা কর্মী বা লোক দিয়ে ব্যবস্থাপনা জোরদার করা। ব্যবসা প্রতিষ্ঠান খোলা অবস্থায় বিক্রয়কর্মী/কর্মচারীদের দুই ভাগে ভাগ করে শিফটে করে ব্যবসা পরিচালনা করা। বড় দোকানে তিন জন কর্মী, মাঝারি দোকানে দুজন কর্মী, ছোট দোকানে একজন কর্মী দ্বারা ব্যবসা পরিচালনা করা। প্রতিটি প্রতিষ্ঠান নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ব্যবসা করা। জ্বর সর্দি কাশি এমন উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের মার্কেটে প্রবেশ করতে না দেওয়া। প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করে কর্মে যোগদান করা। কর্মচারী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।