মোঃ রমজান সিকদার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -৪/৭/২৪
ফরিদপুরের ভাঙ্গায উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্ৰামে পুত্রের উপর অভিমান করে এক প্রবাসী পিতার আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ভাঙ্গা থানা পুলিশ সৌদি প্রবাসী মতিয়ার কাজীর(৪০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্ৰামের ওয়াদূদ কাজীর পুত্র।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. শওকত হোসেন জানান, এই বছর পবিত্র ঈদুল আজহার সময় ছুটিতে দেশে আসেন মতিয়ার কাজী। দেশে এসে তিনি জানতে পারেন তার বড় ছেলে মুন্না কাজী (১৮) মাদকাসক্ত ও বখাটে হয়ে গেছে। ছেলেকে মাদকাসক্ত হতে ফিরিয়ে আনতে কয়েকদিন ধরেই অনেক চেষ্টা করে আসছেন। এনিয়ে বুধবার দিবাগত রাতে ছেলে মুন্না কাজীর সাথে তার পিতা মতিয়ার কাজীর সাথে কথা কাটাকাটি হয়। ছেলে মুন্না এক পর্যায়ে পিতাকে অস্ত্র হাতে মারতে আসে। এতে করে প্রবাসী পিতা মতিয়ার কাজীর মনে অনেক কষ্ট পায়। বৃহস্পতিবার ভোরে তার স্ত্রী ফযরের নামাজ পড়ার জন্য রুম থেকে বের হয়। এই ফাঁকে রুমে মধ্যে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় রশির ফাঁস দিয়ে মনের দুঃখে মতিয়ার কাজী আত্মহত্যা করেন। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পরিবারের লোকজনের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।