• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
খুলনায় মোবাইল অ্যাপের মাধ্যমে শাক-সবজি, দুধ, ডিম কেনা যাবে

খুলনা, ২১ বৈশাখ (৪ মে) :

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের ফলে প্রান্তিক কৃষক, পোল্ট্রি ও ডেইরি খামারীদের উৎপাদিকত পণ্য মোবাইল অ্যাপের মাধ্যমে বাজারজাতকরণের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের তত্ত্বাবধানে তৈরি ‘হাতের মুঠোয় কাঁচা বাজার’ নামক অ্যাপের মাধ্যমে ক্রেতা ঘরে বসেই ন্যায্য মূল্যে বাজার করতে পারবেন।

অ্যাপের ‘ঘরে বসে কৃষি বাজার করি’ কার্যক্রমের আওতায় শাক-সবজি, কাঁচা তরকারি, ফলমূল ইত্যাদি কেনা যাবে। ‘ডিজিটাল সুন্দরবন প্রোটিন হাউজ’ কার্যক্রমের আওতায় আমিষ জাতীয় পণ্য ডিম, দুধ ইত্যাদি কেনা যাবে।

গুগল প্লে-স্টোর থেকে ‘হাতের মুঠোয় কাঁচা বাজার’ অ্যাপটি সহজেই ডাউনলোড করা যাবে। ভোক্তা সাধারণ তাদের পছন্দ অনুযায়ী অর্ডার করলে ন্যায্য মূল্যের বিনিময়ে জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দল ঘরে ঘরে পণ্য পৌঁছে দিবে।

খুলনা জেলা প্রশাসনের এ উদ্যোগটি বাস্তবায়নে সহযোগীতা করেছে খুুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,  জেলা প্রাণিসম্পদ অফিস এবং খুলনা কৃষি বিপণন অধিদপ্তর।

খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।