• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
আটক- ১ মধুখালীতে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মুক্তিযোদ্ধা আহত

মধুখালী (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৮) ও মা কাকলী বসু (৬০) দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহতের ঘটনা ঘটেছে। এ সময় তাদের গৃহ শ্রমিক প্রীতি মালো (১৫) নামে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সৌগত বসু আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসাবে ঢাকায় কর্মরত রয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত চুরি বা ডাকাতির উদ্দেশ্যে সাংবাদিক সৌগত বসুর গ্রামের বাড়ী মধুখালী উপজেলার ডুমাইনের বাড়ীতে প্রবেশ করে। দূর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে শ্যামলেন্দু ও তার স্ত্রী কাকলী বুস চিৎকার দিলে দূর্বৃত্তরা তাদের কুপিয়ে-পিটিয়ে আহত করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ডুমাইন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জীবন কুমার মন্ডল জানান, রাতে হঠাৎ আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান। সেখানে গিয়ে দেখে শ্যামলন্দ ও তার স্ত্রীকে কুপিয়ে গৃহ শ্রমিকের শরীরে আঘাত করা হয়েছে। তারা এসময় অজ্ঞান হয়ে পড়েন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মনে হচ্ছে চুরি করতে ঢুকেছিল দূর্বৃত্তরা। সাংবাদিক সৌগত বসু বলেন, বাড়ীতে আমার বাবা-মা ছাড়া কেউ থাকেন না। আমার অসুস্থ মাকে দেখাশুনা করত প্রীতি নামের একটি মেয়ে। তারা এখন গুরুত্বর অসুস্থ, পুরো ঘটনা এখনো বলতে পারছিনা। তবে তাদের কারো সাথে গ্রামে ঝামেলা নেই বলে জানান।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডাঃ অর্ণব জানান, শ্যামলেন্দু বসুর মাথায় গুরুত্বর আঘাত রয়েছে। তাঁর মাথার হাড় ভেঙে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে অন্যদের তেমন সমস্যা হয়নি। এদিকে খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমাসহ পুলিশের কর্মকর্তারা।শৈলেন চাকমা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে চুরি করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। ১৪/১৫ বছর এক কিশোর ওই বাড়ীতে অবস্থান নেয়। বিষয়টি দেখতে পেয়ে বাড়ির মালিক ধাওয়া দিলে তাকে এবং অন্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহম্মাদ ইমরুল হাসান জানান, এটা আসলে ডাকাতির ঘটনা নয়। মূলত একটি চুরির ঘটনা। চোর চুরি করতে আসলে গৃহকর্তা তাদের দেখে ফেলেন । এসময় চোররা ওই পরিবারের লোকজনের উপর হামলা করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। রাতেই ঘটনার সাথে জরিত সন্দেহে একই এলাকার পরিমল রায়ের ছেলে পল্লব রায় (১৭) কে আটক করেছে পুলিশ।

সাম্ম্মী
মধুখালী,ফরিদপুর
০১৯১৩৮২৯৭৯৮
৪/০১/২৫

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।