বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্হিতি ও বাংলাদেশের প্রায় জেলায় ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যু হওয়া ব্যক্তির কাফন দাফনের জন্য সাধারন কোন লোকজন এগিয়ে আসতেছেনা সে জন্য সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্হাপনায় সাপাহার উপজেলায় ঈমাম ও পুরোহিত নিয়ে কাফন দাফনের প্রশিক্ষণ দেওয়া হয়।
জানা গেছে, কোভিট-১৯ আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন বেড়ে যাওয়া ও আক্রান্তে মৃত্যু পরবর্তী ব্যক্তিদের কাফন দাফনে কেউ এগিয়ে না আসার কারনে বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রশাসন ও পুলিশ বিভাগকে এই বিষয়টি লক্ষ্য রেখে সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্হাপনায় উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ১৩জন ঈমাম ও ৭ জন পুরোহিতকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু পরবর্তী কাফন দাফনের জন্য সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা প্রশাসন চত্বরে প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন প্রমুখ।
এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান, করোনা ভাইরাসে যদি কোন ব্যক্তির মৃত্যু হয় তার কাফন দাফনের প্রয়োজন আছে সে জন্য আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই সেই প্রস্তুতি গ্রহণ করতেছি। আমি সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করি এমন দিন যেন আমাদের দেখতে না হয় এবং এই উপজেলা সহ দেশ থেকে যেন দ্রুত করোনা মুক্ত হয়।