• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
মধুখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১১, আতঙ্কে এলাকাবাসী

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালীতে পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ১১ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে (১০টা পর্যন্ত) ফরিদপুরের মধুখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মধুখালী বাজার এলাকায় কুকুরগুলো হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে। ভুক্তভোগী সকলে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশন নিচ্ছেন।
পৌরসভার ২ নং ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রামের ভুক্তভুগী মোঃ রেজাউল শেখের ছেলে মোঃ আব্দুর নূর বলেন, আমি বাজার মসজিদ থেকে মাগরিবের নামাজ পরে বের হয়ে রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ কুকুর এসে পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিন নিয়েছি।
শাহ্ মোঃ কুতুবুজ্জামান বলেন আমার মা ৮৫ বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে কুকুরে কামর দিয়েছে।
আরেক ভুক্তভোগী মোঃ মুক্তার বলেন, আমি বাজার এরাকায় দাড়ানো ছিলাম। তখন একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি হাসপাতাল থেকে ইনজেকশন নিয়েছি।
মধুখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ বলেন, কুকুরে কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইনজেকশন দিতে হয়। একমাসে মোট পাঁচ ডোজ ইনজেকশন দিতে হবে।
পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান জানান, হাইকোর্ট থেকে বন্যপ্রাণী আইনে কুকুর নিধনের নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য আপাতত কুকুর নিধন করা যাচ্ছে না।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।