মানবতার ফরিদপুর’ গ্রুপ এর পক্ষ থেকে বন্যা কবলিত চার শতাধিক মানুষের মাঝে রান্না করা গোস্ত খিচুড়ী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বৈরী অবহাওয়া উপেক্ষা করে ‘মানবতার ফরিদপুর গ্রুপ এডমিন মেহেদি হাসান জুয়েল ও এডমিন সৌরভ লস্কর এর মুল উদ্যোগ ও পরিকল্পনায় বন্যা কবলিত ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর বেড়ীবাধ ও গদাধরডাঙ্গি এলাকায় এবং ফরিদপুর পৌরসভার নবগঠিত ২৫ নং ওয়ার্ডের ভাজনডাঙ্গায় আশ্রয় নেয়া বানভাসী মানুষের মাঝে রান্না করা এসব গোস্ত খিচুড়ী বিতরন করা হয়।
এসময় ‘মানবতার ফরিদপুর’গ্রুপ এডমিন কবি রীনা পারভীন, এডমিন তানজিলা আলম। সাহায্য ও সহযোগিতায় প্রফেসর আনোয়ার হোসেন, ফ্রেন্ডস মেকার ক্লাব, আব্দুল আলিম মোল্যা, তানভীর সেলিম সার্থক(প্রবাস), জাবির সাফি দিনার, এ্যাডঃ বাহারুল ইসলাম, মোহাম্মদ ওহিদুজ্জামান,নাবলু পাটোয়ারী, সাইফুল ইসলাম, বনি আহমেদ, সোহাগ, রাজিব, পি ডব্লিউ ডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সায়েম খান, প্রফেসর মোঃ আলীমুজ্জামান , রুহুল আমিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন ।