• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
রাতের অন্ধকারে ত্রাণ নিয়ে বাড়ীতে বাড়ীতে “হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ “

বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করা মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে এবং জরুরী প্রয়োজনে নির্দিষ্ট দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এ পরিস্থিতিতে জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ
মানুষকে করোনা বিষয়ে সচেতন করা, ও লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি প্রান্তিক মানুষের কাছে নিজেদের তহবিল থেকে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে পুলিশ। সংকটময় এই পরিস্থিতি থেকে উত্তরণে, আধার কাটাতে অতি দরিদ্র মানুষের পাশে থাকার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে তারা।
এরই ধারাবাহিকতায় বাগমারা উপজেলা প্রত্যন্ত এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন হতদরিদ্র মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ সদস্যরা। তারা আত্মমানবতার সেবায় নিজেদের রেশন বাঁচিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অভাবগ্রস্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের হাতে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তারা বেশি বেশি হাত ধোয়, মাক্স ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। এতে করে এলাকার জনগন পুলিশের কার্যক্রমে মানুষ মুগ্ধ। এ সময় উপস্থিত ছিলেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, এএস আই হেলাল, এএস আই রায়হান রায়হান , কনস্টেবল রফিক, লিটন, বারিক, নাজমুল, আলমগীর, কাওসার। উপজেলা যুবলীগের সভাপতি আল -মামুন প্রামানিক, ইমাজ উদ্দিন মেম্বার, আব্দুল হাকিম, মমিন, জলিল,কুদ্দুস, এনামুল, রূপচাঁদ, সেকেন্দার, সিরাজুল, বিদ্যুৎ, মোজাম্মেল, বাবুল ও সাংবাদিক প্রমুখ

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।