• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  জরিমানা আদায়
রাজশাহীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অপরাধে পাঁচজন ব্যাবসায়ী ও এক ফ্যাক্টরি মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমান করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্য্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ গণমাধ্যমকে জানান, পুলিশের সহায়তায় নগরীর সাগরপাড়া বাজার, শালবাগান বাজার, উপশহর বাজার ও বিসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদার দোকান, মাংসের দোকান, মুরগির দোকান, মুদি দোকান, ফলের দোকান, চালের দোকান ও ওষুধের দোকান মনিটরিং করা হয়।
এ সময় বেশি দামে আদা বিক্রির অপরাধে সাগরপাড়া বাজারের খোকনের সবজির দোকানকে এক হাজার টাকা, মূল্য তালিকা না রাখার অপরাধে মামুন মুরগির দোকানকে এক হাজার টাকা, একই অপরাধে শাকিল মুরগির দোকানকে এক হাজার টাকা, অনি মুরগির দোকানকে এক হাজার টাকা এবং শালবাগান বাজারের আতাউর ফল ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মোড়কজাত হ্যান্ড গ্লাভসে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় বিসিক শিল্প এলাকায় এ জি প্লাস্টিক কারখানাকে দশ হাজার টাকা টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে দুই পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি মনিটরিং করা হয়। এছাড়াও ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।