পৃথিবীর গভীরতম’ সুইমিং পুল
পোল্যান্ডে ১৪৮ ফুট গভীর একটি সুইমিংপুল উদ্বোধন হয়েছে। দেশটি বলছে, এত গভীর পুল পৃথিবীর অন্য কোথাও নেই।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে উদ্বোধন হওয়া এই পুলে ২ লাখ ৮০ হাজার কিউবিক ফুট পানি ধরে। যেটি অলিম্পিকের ২৭টি সুইমিং পুলের সমান!
পুলে পানি চলাচলের জন্য আলাদা গুহা রাখা হয়েছে।
সেই পানি বিশুদ্ধকরণেরও ব্যবস্থা আছে।
পুলটি স্থানীয় প্রশাসনের প্রশিক্ষণকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে।
ব্যবসায়িক কার্যক্রমের জন্য কৃত্রিম পানির ভিউতে একটি হোটেল করা হয়েছে। সেখানে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। এই স্থানগুলো ১৪ ডিসেম্বর থেকে চালু হবে।
পোল্যান্ডে এখন করোনার জন্য কড়াকড়ি চলছে। তার ভেতরও সাধারণ মানুষের জন্য পুলটি উন্মুক্ত করা হয়েছে।
ডাইভারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে তৈরি হওয়া এই পুল করতে সময় লেগেছে ২ বছর। খরচ পড়েছে ১০.৬ মিলিয়ন ডলার।