করোনা প্রভাবে কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম সম্পর্কে বৃহস্পতিবার দুপুর ১২ টায় কেশরহাট পৌরসভা অফিসের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সাধারণ ও কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ । সংবাদ সম্মেলনে পৌর মেয়র শহীদ বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাংসদ আয়েন উদ্দিনের নির্দেশে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৪ হাজার ৩৩৩ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কেশরহাট পৌরসভার সকল কাউন্সিল ও কমকর্তা কমচারীর সম্মিলিত প্রচেষ্টায় করোনা রোধে চেষ্টা করা হচ্ছে। তা অব্যাহত রয়েছে বলে জানান মেয়র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনাদের সকলকে জানায় পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের প্রতি। আরো স্মরণ করছি গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের।
আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, কোভিড-১৯ বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও কোভিড-১৯ এ আক্রান্ত।
করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌরসভার পক্ষ থেকে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শহীদদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যে সকল চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিক সহ আরো যারা করোনা যুদ্ধে সম্মুখে থেকে সর্বসাধারণের সেবায় নিয়োজিত আছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
গত ৮মার্চ বাংলাদেশে কোভিড-১৯ সনাক্ত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনসাধারণের জীবন সুরক্ষার জন্য করোনা প্রতিরোধে নানাবিধ কর্মসূচী গ্রহন করেছেন এবং জাতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান ও দলীয় সভাপতি হিসেবে করোনা প্রতিরোধে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি এই উদ্ভুত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তশালী মানুষদের কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের পাশে সহযোগীতার হাত বাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের নির্দেশে কেশরহাট পৌরসভায় করোনা প্রতিরোধে পৌরবাসীর পাশে দাঁড়িয়ে কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে। তা এখনও অব্যাহত রয়েছে।
পৌরসভার মাধ্যমে ৩ হাজার ৩৮৫ টি পরিবারকে ৩৩.৮৫ টন চাল, ১২০ টি পরিবারকে শিশু খাদ্য হিসাবে ল্যাকটোজেন ও বায়োমিল দুধ ১২০ প্যাকেট , ২৬৮টি পরিবারকে বিভিন্ন প্রকার সবজিসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও ৫৬০ জন ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ত্রাণ সহায়তা ও নগদ অর্থ সহায়তা ছাড়াও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাড়া ও মহল্লায় করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধিসম্পর্কিত প্রচারপত্র বিতরণসহ মাইকযোগে প্রচারণা করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ডস্যানিটাইজার, সাবান, ও মাস্ক বিতরণ করা হয়েছে। পৌরসভার প্রতিটি পাড়া, মহল্লা ও প্রধান প্রধান সড়কে এবং যানবহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
জনসাধারণের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের স্বাস্থ্য কর্মীদের নিয়মিত পৌর এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রচেষ্টায় অব্যাহত রয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মসজিদে ওয়াক্তের নামাজে পাঁচজন ও জুম্মার নামাজে দশজন মুসল্লী নিয়ে নামাজ আদায় করার জন্য মসজিদে মুসল্লীদের উদ্বুদ্ধ করা হয়। সরকারের নির্দেশিত লকডাউন মেনে চলার পৌরবাসিকে উদ্বুদ্ধ করা হয়।
দেশে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহনের ফলে মহান আল্লাহ্ রাব্বুল আলামিন এর অশেষ কৃপায় এখন পর্যন্ত অনেকটা ভাল রয়েছে।
“মানুষ মানুষের জন্য” এই মর্মবাণীকে ধারণ করে আমরা করোনা সংকট মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাংসদ আয়েন উদ্দিনের নির্দেশে পৌরবাসীর সুরক্ষায় কর্ম তৎপরতা অব্যাহত রেখেছি। আমরা অচিরেই এই করোনা মহামারী থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ্।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র রুস্তম আলী। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ছাবের আলী মন্ডল,সংরক্ষিত আসনের নারী কাউন্সিল জৌসনা বেগম, কাউন্সিল মোবারক হোসেন টাইগার, কফিল উদ্দিন, দানেস আলীসহ পৌরসভার সকল কমকর্তা কমচারীরা উপস্থিত ছিলেন।