মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -০৪/১১/২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে আগত সেবা প্রার্থী রোগীদের বসার জন্য ৫০ টি অনুদান করেছেন ভাঙ্গার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিক গন । সোমবার দুপুরে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের নাদিমের কাছে তুলে দেওয়া হয় চেয়ার গুলো। এতদিন হাসপাতালে আগত শত শত রোগী প্রতিদিন কষ্ট করে দাঁড়িয়ে থেকে ডাক্তারদের কাছ থেকে সেবা গ্রহণ করতেন। চেয়ারগুলো অনুদান পাওয়ায় এখন থেকে আগত রোগীরা তাদের সেবানিতে আর দাঁড়িয়ে থাকতে হবে না। চেয়ার গ্ৰহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের পরিচালক গনের মধ্যে বিশ্বাস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস মাহমুদা জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ ফেরদৌস মুন্সী, কেয়ার প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ লাভলু শিকদার, মাহমুদা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ মিজানুর রহমান, সেবা ডায়াগনস্টিকের পরিচালক মোঃ তুরান, সিটি ডায়াগনস্টিকের পরিচালক মোঃ সুমন, কেয়ার পরিচালক মোঃ সিদ্দিক মিয়া প্রমুখ।