গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
তারিখঃ ৪ আগস্ট ২০২০ ইং
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের পশ্চিম রতনদী গ্রামে মঙ্গলবার নিমাই মন্ডল ওরফে নিখিল মন্ডল (৬০) এর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বেলা ১টার দিকে নিজ বাসায় টিভি লাইন মেরামত করতে গিয়ে বুকের সাথে বিদ্যুতের তার লেগে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
নিমাই মন্ডল এর ছেলে নিহার মন্ডল জানান, আমার বাবা বেলা ১টার দিকে টিভির লাইনে সমস্যা দেখা দিলে তা মেরামত করতে গিয়ে বিদ্যুতের তার বুকে লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। গলাচিপা সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি ঘটনার সত্যতা স্বীকার করেন।