• ঢাকা
  • রবিবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং
খন্দকার  শফিউজ্জামান  স্মৃতির টানা দ্বিতীয় জয় লাভ

মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে টানা দ্বিতীয় জয় লাভ করেছে নবাগত দল খন্দকার শফিউজ্জামান স্মৃতি একাদশ। বুধবার শহরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা সবুজ সেনা ক্লাব কে ৭ উইকেটে পরাজিত করে। প্রতিযোগিতায় সবুজসেনার এটা টানা দ্বিতীয় হার। প্রথমে ব্যাট করতে নেমে সবুজ সেনা ক্লাব ৮/১৭১ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে খন্দকার সবুজ জামান স্মৃতি একাদশ ১৭২ রান সংগ্রহ করে। ইনিংসের  উল্লেখযোগ্য দিক ছিল অষ্টম উইকেটে জুটির ১২৩ রানের পার্টনারশিপ। সংক্ষিপ্ত স্কোর সবুজ সেনা ক্লাব ১৭১/০৮   (চাঁদ ‘৪৯,অ নিক ৪৫,সবুজ ৩৪)সোহেল ৩ রিয়াজ ২ উইকেট নেন। খন্দকার শফিউজ্জামান স্মৃতি ১৭২/৭(শাহরিয়ার ৫০, হৃদয় ৩১.রিয়াজ ২৯.ইমরান ২৬) বাপ্পি ৪ এবং সবুজ ৩ উইকেট লাভ করে। প্রতিযোগিতায় আম্পিয়ার ছিলেন হাসমত আলী খান ও দীপন ঘোষ। স্কোরার  রাকেশ মণ্ডল পাপ্পু।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।