• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ঠাকুরগাঁয়ের ইরি-বোর ধানের ভালো ফলনের আশাবাদী কৃষকেরা

ঠাকুরগাঁও সদর উপজেলা গুলোতে খাদ্য ভান্ডার হিসেবে খ্যাত ঠাকুরগাঁও সদর উপজেলা ২১টি ইউনিয়নে দিগন্ত জুড়ে ইরি-বোরো ধানের সবুজ রঙে ভরা মাঠ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এ সবুজ রঙ বলে দিচ্ছে গ্রামবাংলার প্রান্তিক কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলা ইরি-বোরো ধান চাষের দৃশ্য। চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ভাল ফলনের বুকভরা আশা করছে চাষিরা।

শেষ মূহুর্তে তেমন কোন রোগ-বালাই দেখা না দিলেও কৃষকরা বোরো ধানের ক্ষেতে নিবির পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে।
স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোন প্রাকৃতিক দূযোগ এখন পযর্ন্ত হানা না দেওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলায় ইরি-বোরো ধানে সবুজে ভরা মাঠে এখন দোল খাচ্ছে ধানের গাছ। ঠাকুরগাঁও কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবিড় পরিচর্যা,নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় উপজেলায় চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। ইতি মধ্যে ধানের শীষ বাড়ানো শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত হলে রোগ বালাই অনেকাংশে থাকবেনা বলে কৃষি অফিস বলছেন।

উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের মোঃশাহিন আলম গ্রামের কৃষক জানান,আমি চলতি ইরি-বোরো মৌসুমে ৪ বিঘা জমিতে ধান লাগিয়েছি। সেচ সংকট না থাকা, কৃষি অফিস থেকে উপযুক্ত সময়ে সার প্রয়োগের পরামর্শ ও সঠিক সময়ে ধান লাগানোর কারণে এই পর্যন্ত ধানের অবস্থা খুবই ভাল।

ইতিমধ্যে অর্ধেক জমিতে ধানের শীষ বের হয়েছে। প্রাকিৃতিক কোন দূর্যোগ না হলে বিগত বছরগুলোর তুলনায় এবছর ধানের ফলন বেশি হবে বলে আশায় বুক বেধেছেন তারা। কাটা-মাড়াই মৌসুমে ধানের দর ভাল থাকলে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তারপরও কয়েক দিন ধরে কালবৈশাখীর আনাগুণা হালকা বাতাস ও মাঝারি বৃষ্টিপাত দেখে অনেকটা আতংকে আছি।

উপজেলা কৃষি আফিসার কৃষিবিদ আফতাব হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান চাষ হয়েছে। শেষ পযর্ন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ঠাকুরগাঁও উপজেলায় ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। বর্তমানে উপজেলার প্রতিটি মাঠের ধানগুলো প্রায় ৪০% এর মত শীষ বের হয়েছে। মাঠ পর্যায়ে আমার লোকজন কৃষকের সাথে ধান ঠিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরণের পরামর্শ দিয়ে যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।