ফরিদপুরে করোনায় আক্রান্ত আ’লীগ নেতাদের সুস্থতা কামনায় দোয়া
সম্প্রতিকালে করোনায় আক্রান্ত হন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খাঁন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি খলিফা কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদসহ ফরিদপুর জেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অন্তত ১৫ জন নেতাকর্মী। করোনায় আক্রান্ত এসব নেতাকর্মীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের চেপুরাকান্দি হাবিবুর রহমান ফকির জামে মসজিদে।
ডিক্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ফকিরের উদ্যোগে বাদ জুম’আ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় নেতৃবৃন্দ ছাড়াও সকল রোগাক্রান্তের সুস্থতা কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম, হাফেজ মো. জুয়েল জমাদ্দার।