জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের স্মরণে গত ২৫ সেপ্টেম্বর শহরের গোয়ালচামট মহিম ইন্সটিটিউশন মাঠে স্থানীয় ওয়ারর্লেস পাড়ার উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে। পয়েন্ট তালিকার শীর্ষে চূড়ান্ত পর্যায়ে সিক্স টেন ও সিনার্স একাদশ উত্তীর্ণ হয়।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক গোলাম মোঃ নাসির।
বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম ভোলা। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হাসিবুল আমিন সিদ্দিক লিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহিনুজ্জামান বাবর ও জেকেএস-এর স্বত্ত্বাধিকারী ফারুকুর রহমান বাদল।