• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১০০পিপিই উপহার দিলেন ইউএনও মাসুম রেজা

দেশে চলমান কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের সংক্রামন এড়াতে করোনা প্রতিরোধে কাজ করার সময় জীবনের ঝুকি এড়াতে সহায়তার জন্য ফরিদপুর সদর উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছেন ইউএনও মোঃ মাসুম রেজা।

আজ সোমবার বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মোঃ মাসুম রেজা ব্যক্তিগতভাবে তাদেরকে পারসোনাল প্রটেক্টিটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) উপহার তুলে দেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা উপস্থিত থেকে ইউএনও মোঃ মাসুম রেজা উপজেলা কর্মকর্তাগণ ও ইউপি চেয়ারম্যানদের স্ব-স্ব হাতে উপহার হিসেবে পিপিই প্রদান করেছেন। এ সময় ‘পিপিই’ পেয়ে সকলেই ইউএনও  মোঃ মাসুম রেজার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে ইউএনও মহোদয় বলেন, দেশের এ পরিস্থিতিতে উপজেলা কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত নিরলসভাবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছে। এই ঝুঁকিপূর্ণ কাজে তাহারা সবার আগে মানুষের কাছে ছুটে যায়, বর্তমানে দেশে প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে তাদের নিজেদের স্বাস্থ্য ঝুকি এড়াতে আরো আগের থেকেই ‘পিপিই’ দেওয়া প্রয়োজন ছিল। বিভিন্ন সময়ে ইউনিয়ন পর্যায়ে খাদ্য সামগ্রী সরবরাহ করার জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইভমেন্ট (পিপিই) ছাড়াই তারা ছুটে যাচ্ছেন। বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায়, হাসপাতালসহ এবং আক্রান্ত রোগীর বাড়িতে। এতে করে তাদের ক্রমান্বয়ে স্বাস্থ্য ঝুকি বেড়েই যাচ্ছে। এই বিষয়টি বিবেচনা করে তাদের ‘পিপিই’ উপহার প্রদান করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাগনের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে সবাইকে এই উপহারের আওতায় আনা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।