• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৯জন গুরুতর আহত

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ

দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মহব্বতপুর (উত্তর পাড়া) এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ মোকছেদ আলীর পরিবার সহ নিকটাত্মীয় ৯ জন সদস্যকে গুরুতর জখম করেছে উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাস্তান প্রকৃতির কতিপয় ব্যক্তি।
দিনাজপুর কোতয়ালী থানায় মোঃ মোকছেদ আলীর দায়েরকৃত এজাহার ও সরেজমিনে মেডিক্যাল কলেজে ভর্তিরত আহত রোগীদের সাথে কথা বলে জানা যায় যে, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মহব্বতপুর (উত্তর পাড়া) শহীদপুর মৌজার ১১২ নং জে.এল এর সি.এস-১৬১ ও এস.এ-২১১ খতিয়ানের ৬৮২ নং দাগের ৬৫ শতক জমি সি.এস রেকর্ডীয় মালিকের নিকট থেকে ক্রয় করে হালনাগাদ সমস্ত খাজনাদি পরিশোধ সহ যাবতীয় কাগজপত্রের বৈধতা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছে মোঃ মোকছেদ আলী ও তার পরিবারবর্গ। কিন্তু উক্ত এলাকার কতিপয় ভূমিদস্যু, পরধনলোভী মোঃ তোজাম্মেল হকের পুত্র মোঃ ফরহাদ আলী, মোঃ শহীদুল্লাহ্র পুত্র মোঃ হাসিনুর রহমান (মানিক), মোঃ মকবুল হোসেনের পুত্র মোঃ তোফাজ্জল, মোঃ আবুল কাশেমের পুত্র মোঃ মিনারুল ইসলাম ও মোঃ আনারুল ইসলাম আনা, মোঃ আশরাফ আলীর পুত্র মোঃ আরাফাত হোসেন, মৃত আব্দুল্লাহ্ মিয়ার পুত্র মোঃ ফইজুর রহমান, মোঃ শহীদুল্লাহ্, মোঃ মকবুল হোসেন ও মোঃ আবুল কাশেম, এছাড়াও দিনাজপুর শহরের ঈদগাহ্ আবাসিক এলাকার মৃত আব্দুস সালামের পুত্র মোঃ মনিরুজ্জামান (ডাবলু), সৈয়দপুর এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র মোঃ মোজাম্মেল হক এবং মৃত আব্দুস সাত্তারের পুত্র মোঃ আব্দুর রাজ্জাক সহ অজ্ঞাতনামা ৭/৮ জন গুন্ডাবাহিনী নিয়ে গত ০২ মার্চ সকাল ১১টায় উক্ত তপশীল বর্ণিত জমিতে বোরো ধান চাষাবাদের জন্য মোঃ মোকছেদ আলী স্যালো মেশিন দিয়ে সেচ প্রদানকালীন সময়ে উপরিল্লিখিত আসামীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোঃ মোকছেদ আলীর জমিতে অনধিকার প্রবেশ করে মোঃ মোকছেদ আলীর উপর হামলা করতে আসলে তার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদের উপর সন্ত্রাসীরা হামলা করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এতে গুরুত্বর আহত হয় মোঃ মোকছেদ আলীর পরিবারের মোঃ মোকারম হোসেন, মোছাঃ নুরবানু, মোঃ আসাদুজ্জামান, মোঃ নিয়ামুল কারিম, মোঃ ফারুক হোসেন, মোঃ আজাহার আলী, মোঃ সিদ্দিকুল আলম সহ নিকটাত্মীয় ৯ জন সদস্য। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় দায়েরকৃত এজাহারের সূত্র ধরে দিনাজপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আসাদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, “তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” দুর্বৃত্তরা সম্পদের কারণে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যেভাবে মোঃ মোকছেদ আলীর পরিবারের সদস্যদের আহত করেছে এটা নিতান্তই অমানবিক। সমাজের অধিকাংশ সংঘর্ষের এখন কেন্দ্রবিন্দুই হয়ে দাঁড়িয়েছে জমি-জমা সংক্রান্ত বিরোধ। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে নানারুপ আইনী জটিলতার কারণে সৃষ্ট এসব বিরোধ দিন দিন বেড়েই চলছে। তবে সাধারণ জনগণ কিভাবে এর পরিত্রাণ পাবে তা এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে বিবেকবান সচেতন মহলের কাছে। জমি সংক্রান্ত সৃষ্ট বিরোধের কারণে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিরত গুরুত্বর আহত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে যান বর্তমান তরুণ প্রজন্মের বলিষ্ঠ কন্ঠস্বর, সমাজ সেবক, পল্লী ইসলামী সংস্থা ও ফ্রেশ ওয়াটার টেকনোলজির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিয়ন চৌধুরী।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।