মানিক কুমার দাস, ফরিদপুর:-
ফরিদপুরে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২২ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবে এ উপলক্ষে বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার।
অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মনিরুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, এনএসআইয়ের যুগ্ম পরিচালক শহীদুজ্জামান, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র, অধ্যাপক রিজভী জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী,সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, প্রথম আলোর প্রতিনিধি পান্না বালা, দপ্তর সম্পাদক এম এ আজিজ,এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের কামরুজ্জামান সোহেল, ইন্ডিপেন্ডেন্ট টিভির মফিজুর রহমান শিপন, বাংলাদেশ বেতারের শফিকুল ইসলাম মনি , এস এ টিভির সুজাউজ্জামান জুয়েল, আরটিভির জাকির হোসেন, মাছরান্গা টিভির জাহিদুর রহমান ইবু,যমুনা টিভি ও দৈনিক ইত্তেফাকের তরিকুজ্জামান হিমেল, চ্যানেল নাইন ও জাগো নিউজের বিকে শিকদার সজল, দৈনিক কুমারের এস এম রুবেল প্রমূখ।
কেক কাটা শেষে প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান জাহিদ রিপন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখা হয়।