বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাটি টানা খেক্কোর গাড়ির ধাক্কায় দশ চাকার ড্রামের চাপায় বাদল (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল চালক বাদল পেশায় একজন পিয়াজ ব্যবসায়ি ও নরসিংদী জেলার রোমান মুন্সির ছেলে।
সোমবার বিকেল সাড়ে চারটায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া বোয়ালমারী পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের সোতাশি ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সোহেল শেখ ও তার ভগ্নিপতি বাদল মুন্সি পিয়াজ কিনে নিয়ে মোটরসাইকেল যোগে বড়গা বাজারে যাওয়ার পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের সোতাশি ব্রীজের উপর থেকে দশ চাকার ড্রামকে ওভারটেক করতে যায়।
এ সময় সামনে থেকে আসা ভাটায় মাটি টানা খেক্কোর গাড়ির সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যায় দুই আরোহী। পরে পিছন থেকে আসা দশ চাকা ড্রামের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক বাদল ঘটনাস্থলেই মারা যায়। তবে মোটরসাইকেলের পিছনে থাকা বাদলের শ্যালক সোহেল (৩৫) প্রাণে বেঁচে যান। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক শাহাদত হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলছে।