• ঢাকা
  • বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
সেপ্টেম্বরে ভাঙ্গা-মাওয়ায় নিয়মিত চলবে ট্রেন -রেলমন্ত্রী সুজন

মোঃ রমজান শিকদার ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন এবছরের সেপ্টেম্বর থেকে ভাঙ্গা মাওয়ায় নিয়মিত চলবে ট্রেন। আজ স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালু করা হলো। মাননীয় প্রধানমন্ত্রীর সময় সুযোগ অনুযায়ী উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন।
মঙ্গলবার দুপুরে ভাঙ্গা রেল স্টেশন থেকে পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রেল মন্ত্রী এসব কথা বলেন। দুপুর ১টা ১৮ মিনিটে ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে বিকেল ৩ টা ২০ মিনিটে মাওয়া রেল স্টেশনে এসে পৌঁছায় প্রথম ট্রেন। সেখানে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আরো বলেন আজ পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলে পদ্মা সেতুর পুনাঙ্গতা পেল। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাজ করতে হবে। দক্ষিনবঙ্গ বাসির সাথে রেল যোগাযোগ এখন সময়ের ব্যাপার মাত্র।
পদ্মা সেতুর উপর দিয়ে প্রথমবারের মতো রেল চলাচলের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ফরিদপুর ৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি সহ সেনাবাহিনী ও রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।