• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ভাঙ্গায় দাখিল মাদ্রাসার ১৫টি ল্যাপটপ সহ দামী মালামাল চুরি

ভাঙ্গার চৌকিঘাটা দাখিল মাদ্রাসার ভবনের ছবি

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা -৪/৯/২০২৪

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে চৌকিঘাটা দাখিল মাদ্রাসায় মূলগেট ও কম্পিউটার ল্যাব রুমের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল মাদ্রাসা থেকে ১৫টি ল্যাপটপ কম্পিউটার , ১টি ডেস্কটপ কম্পিউটার, ১টি মনিটর, ১টি হার্ডডিক্স সহ দামী মালামাল চুরি করে নিয়ে যায় । সোমবার (২সেপ্টেম্বর ) দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে। পরদিন মঙ্গলবার রাতে মাদ্রাসা কর্তৃপক্ষ ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ।
বিষয়টি নিয়ে চৌকিঘাটা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম জানান, সকালে মাদ্রাসায় এসে দেখি আমার আলমারি ভেঙে কাগজপত্র ও ল্যাব রুম থেকে ১৫ টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, একটি হার্টডিক্স ও মনিটর সহ অনেক মালামাল নিয়ে গেছে চোরেরা। যাহার মুল্য কমপক্ষে প্রায় ১০ লাখ টাকা হবে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভাঙ্গা থানার ওসিকে ১টি লিখিত অভিযোগ দিয়েছি।
মাদ্রাসার নিরাপত্তা কর্মী (নাইটগার্ড )মোঃ সাহেব আলী জানায়, আমার মাদ্রাসায় নাইট ডিউটি ছিল। কিন্তু আমার ছেলেকে নিয়ে হাসপাতালে থাকায় কারনে রাত অনুমানিক আড়াইটার সময় মাদ্রাসায় গিয়ে চুরির ঘটনা দেখতে পাই।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিএম কুদরত এ খুদা জানান, মাদ্রাসার সুপার আব্দুস ছালাম সাহেব সহ শিক্ষকেরা আমার নিকট এসেছিল। চুরির ঘটনার বিস্তারিত বিবরণ জানালো। আমি সাথে সাথে ভাঙ্গা থানার ওসি বলে দিয়েছি। সরকারি মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ বলেন, চুরি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থলে গিয়েছিল। তদন্ত সাপেক্ষ মালামাল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাব ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।