সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে পুকুরের পানিতে ডুবে তায়েরা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত তায়েবা একই গ্রামের মো. শাখাওয়াত খানের কন্যা। তিন বোন এক ভাইয়ের মধ্যে তায়েরা আক্তার পরিবারের চতুর্থ সন্তান।
এলাকাবাসী জানায়, সকালে সবার অগচরে তায়েবা বাড়ির উঠান থেকে হাটতে হাটতে পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটির মাসহ বাড়ির লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজ করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তায়েবার মরদেহ দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে শিশুটিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিলভিয়া জাহান শিশু তায়েবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঢেউখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, শিশুটি সকালে ওর দাদির কাছ থেকে খাবার খেয়ে খেলার ছলে হাটতে হাটতে পুকুরে ডুবে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই শিশুটি মারা গিয়েছে বলে ডাক্তার জানিয়েছে। ঘটনার পর থেকে শিশুটিকে এক নজর দেখার জন্য এলাকাবাসীরা বাড়িতে ভীড় করছেন, জানাজা বাদ আছর অনুষ্ঠিত হবে।
মোঃ নুরুল ইসলাম
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
মোবাইলঃ- ০১৭৩১৬১৭৫৯৫
তারিখঃ- ০৪/১১/২০২৪ ইং