• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
সাভারে নকল সেনিটাইজার কারখানা আর্থিক জরিমানাসহ সিলগালা

 করোনা ভাইরাসের সুযোগ নিয়ে সাভারে অনুমোদনহীন ও নিম্মমানের হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ধরনের জীবানুনাশক উৎপাদন ও সরবরাহ করার দায়ে অসাধু প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানাসহ সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। ৪ মে সোমবার দুপুরে রাজধানীর সন্নিকটে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ‘ইয়ামানা কেমিক্যালস লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কিছুদিন আগে সেভলন কিনতে গিয়ে এই নকল পন্যর বিষয়টি তার নজরে আসে। সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারেন প্রতিষ্ঠানটি অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াসসহ বিভিন্ন ধরনের নকল জীবানুনাশক তৈরি করে সাভারের বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় তদন্ত সাপেক্ষে আজ এই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ১৫ হাজার টাকা জরিমানা করাসহ কারখানা সিলগালা করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।