ফরিদপুরের ডিসি অতুল সরকারকে দৈনিক প্রথম আলোর সম্মাননা প্রদান
আলমগীর জয়
প্রকাশিতঃ 4 বছর আগে
489 বার দেখা হয়েছে
০
করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারকে সম্মাননা প্রদান করেছে দেশের জাতীয় পত্রিকা প্রথম আলো। আজ প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অংশ হিসেবে করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
০৪ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার সকালে প্রথমে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারকে সম্মানননা দেওয়া হয়। এ সম্মাননা হিসেবে প্রথমে প্রত্যেককে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের শুভেচ্ছপত্র তুলে দেওয়া হয়। এরপর প্রদান করা হয় সম্মাননা স্মারক। সবশেষে প্রথম আলোর লোগ সম্বলিত সূর্যের আকারের তৈরি করা পুস্পাস্তবক তুলে দেওয়া হয়। এ সময় প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার মধ্যে সহ-সভাপতি সুজিত কুমার দাস, সাধারণ সম্পাদক মানিক কুণ্ডু, যোগাযোগ সম্পাদক সুমিত বসু, সদস্য আব্দুস সবুর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাত্র কিছুদিন আগেই ভয়াবহ দুর্যোগের মুখোমুখি দাড়িয়ে ছিল আমাদের দেশসহ বিশ্বের সকল দেশ। এখনো সেই দুর্যোগ কাটেনি। তবে দায়িত্ববানদের সদা প্রচেষ্টার কারনে এখনো আমরা অনেকটা এগিয়ে, পৃথিবীও এগিয়েছে সেই দুর্যোগ মোকাবেলায়। সেই ভয়াবহ দুর্যোগ আমাদের কাছে করোনা ভাইরাস নামে পরিচিত। করোনা ভাইরাসের ভয়াল থাবায় সমস্ত পৃথিবী হয়ে উঠেছিল এক মৃত্যুপুরী। প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল সেই মৃত্যুর মিছিল। করোনার সেই ভয়াল গ্রাস থেকে রক্ষা পায়নি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও।
করোনা দুর্যোগে দেশের চরম ক্রান্তিকালে প্রাণপ্রিয় স্বদেশ ভূমিকে আগলে রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফরিদপুর জেলায় নিরলসভাবে কাজ করেছেন ফরিদপুরের কর্মঠ জেলা প্রশাসক অতুল সরকার।
মূলতঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ তফা নির্দেশনার আলোকে বিরামহীনভাবে কাজ শুরু করে ফরিদপুর জেলা প্রশাসন। ফরিদপুর জেলার জেলা প্রশাসক জনাব অতুল সরকারের নেতৃত্বে দুর্যোগের সময় কর্মহীন হয়ে পরা অসহায় মানুষদের গুরুত্ব দিয়ে, তাদের জন্য মানবিক সহায়তা কার্ডের উদ্ভাবন, করোনা নিয়ন্ত্রণকল্পে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা সুষ্ঠুভাবে প্রকৃত অসহায় ব্যক্তিদের দোরগোড়ায় পৌছে দেয়াসহ নানাবিধ কর্মকান্ডে নিয়োজিত ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার।
জেলা প্রশাসক অতুল সরকারের নিজস্ব চিন্তা প্রসূত উদ্ভাবনী ‘মানবিক সহায়তা কার্ড’ দেশব্যাপী রোল মডেল হিসেবে ব্যবহৃত হয়। জেলাবাসীকে করোনা ভাইরোসের ছোবল থেকে রক্ষা করতে জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি, হোম কোয়ারেন্টাইন সংক্রান্ত কার্যাদি, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, কর্মহীনদের বাড়িবাড়ি খাবার পৌঁছে দেয়া, করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করাসহ নানাবিধ কার্যক্রম সম্পন্ন করা হয়। এছাড়া নিম্ন মধ্যবৃত্ত ভাড়াটিয়াদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী প্রদান, শিক্ষা ব্যবস্থা সচল রাখতে ‘ফরিদপুর ভার্চুয়াল স্কুলের সূচনা করা, নন এমপিও শিক্ষা কর্মচারীদের মাঝে ঈদ উপহার প্রদান, ইমাম মুয়াজ্জিনদের মাঝে জেলা প্রশাসকের সহায়তা প্রদান, ফরিদপুরে ৭৫ হাজার মানুষের মোবাইলে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা, দু:স্থ শিক্ষার্থী পরিবারে উপহার প্রদান, করোনায় আক্রান্ত পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান, বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন প্রদান, প্রযুক্তির সহায়তায় মানবিক সহায়তা কার্যক্রম, প্রতিবন্দ্বীদের জন্য মানবিক সহায়তা, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতি মানবিক সহায়তা, শিশু খাদ্য বিতরণ, বাউল ও সাংস্কৃতিক কর্মীদের সহায়তা, কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ বিতরণ, বেদে সম্প্রদায়ের মাঝে মানবিক সহায়তা, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা, সামাজিক প্রতিবন্ধীদের মাঝে সহায়তা, আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তসহ ইউনিয়ন ও পৌরসভার অতিদরিদ্র ও দু:স্থ ব্যক্তিদের মাঝে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় প্রদত্ত সকল ভাতা যথাযথভাবে উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে ইউনিয়ন এবং পৌরসভায় ১০ টাকা কেজি মূল্যে খাদ্যশস্য (চাল) বিতরণ, উপকারভোগীদের মাঝে ভিজিডি বিতরণসহ নানামুখী কার্যক্রম সম্পন্ন করেন। মানুষের দোরগোড়ায় অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য শহরের ২৭ টি ওয়ার্ডে ট্রাক এর মাধ্যমে ন্যায্যমূল্যে খাদ্যশস্য পৌঁছে দেয়া হয়। করোনা পরবর্তী সময়ে এসকল কার্যক্রমের প্রযোজ্য ক্ষেত্রে সহায়তা অব্যাহত রয়েছে।