• ঢাকা
  • শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ফরিদপুরে আরো তিনজনের শরীরে করোনা শনাক্ত

জেলায় আক্রান্ত মোট ১৮

ফরিদপুরে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮ জনে।
ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্র জানায়, আক্রান্তদের মধ্যে একজন মসজিদের ইমাম। তিনি জেলার বোয়ালমারী উপজেলা সদরের বাসিন্দা। মাদারীপুর জেলার একটি মসজিদে তিনি ইমামতি করেন। গত রোববার মাদারীপুর থেকে ফরিদপুরে এসে নমুনা দিয়ে বাড়িতে গিয়ে অবস্থান করেন।
আক্রান্তদের মধ্যে আরেক তরুনী ফরিদপুর সদর উপজেলার কৈজুরি এলাকায় বাসিন্দা। সে গাজীপুরের কালিগঞ্জে একটি পোশাক তৈরীর দোকানে কাজ করত। তিনিও গত রোববার গাজীপুর থেকে ফরিদপুর আসেন।
আক্রান্ত অপর এক যুবক ফরিদপুর সদর উপজেলার গেরদার বাসিন্দা। তিনি মুন্সীগঞ্জে একটি ওষুধ কোম্পানীতে ফার্মাাসিস্ট হিসেবে কাজ করেন। ১মে তিনি বাড়িতে ফিরে আসেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, ওই তিনজনের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান জানান, নতুন করে আরো তিনজন শনাক্ত হওয়ায় জেলায় মোট ১৮ জনের করোনা শনাক্ত হল। এর মধ্যে অবশ্য গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত তিনজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।