বকশীগঞ্জে ইউপি নিবার্চনে দলীয় মনোনয়ন চেয়ে যুব মহিলা লীগ নেত্রীর সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম।
তিনি বৃহস্পতিবার ১ টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামি মার্চ মাস থেকে সারাদেশে ইউনিয়ন পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হবে।
তাই ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নিবার্চনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ওই নিবার্চনে তাকে নৌকা প্রতীক দিতে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন একজন নারী হিসেবে নিবার্চিত হয়ে শেখ হাসিনাকে চেয়ারম্যান পদটি উপহার দিতে চাই। নৌকা প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে সংবাদ সম্মেলন করেন এই নেত্রী।