মোঃ রমজান শিকদার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-৪/১১/২০২২
আগামী ১২ই নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সম্মেলন সফল করতে ভাঙ্গায় লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ভাঙ্গা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়। বিরোধী দলের উপর দমন পীড়ন বন্ধ সহ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী ১২ই নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সম্মেলন সফল করতে সকলকে সম্মেলনে যোগ দিতে আহ্বান জানানো হয়। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী লিফলেট বিতরণ করেন। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আমরা আশাকরি সব বাধা উপেক্ষা করে ফরিদপুরের বিভাগীয় সম্মেলনও সফল হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, বিএনপি নেতা আলমগীর কবিরাজ, ওয়াদুদ মাতুব্বর, যুবদল নেতা ওসমান মুন্সী, কামরুল হাসান, জহির হাওলাদার প্রমুখ।