• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সমাহিত হলেন বিপুল ঘোষের সহধর্মীনি স্মৃতি কনা ঘোষ

বিজয় পোদ্দার, ফরিদপুর:
ফরিদপুরের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনায় জীবন উৎসর্গ করে মানুষের জন্য, দলের জন্য চেতনার জন্য কাজ করে যাওয়া একজন নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপুল ঘোষ এর সহধর্মীনি স্মৃতিকণা ঘোষ (৫৭) গত ৩০ শে সেপ্টেম্বর ইহ জগতের মায়া ত্যাগ করে পরকালে চলে যান “দিব্যান্ লোকান্ স্ব-গচ্ছতু”।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা, উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিপুল ঘোষ দেশের বাইরে থাকায় তার স্ত্রী স্মৃতিকণা ঘোষ এর শেষকৃত্য ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর নিজ বাড়িতে ৪ঠা অক্টোবর সম্পন্ন হয়। সোমবার সেখানে হাজারো মানুষের শেষ ফুলেল শ্রদ্ধায় সমাহিত হন। বেলা বারোটায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘর থেকে স্বর্গ রথে করে স্মৃতিকণা ঘোষ এর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে তার আগে শহরের গোয়ালচামট ১ নং সড়কস্থ বাসভবনের সামনে হাজারো মানুষ তাকে শ্রদ্ধা জানায়। এরপর বেলা দুইটায় স্বর্গ রথ যাত্রা করে শিবরামপুরের চন্ডিপুরে, সেখানে হাজারো মানুষ ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে। ফরিদপুর জেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করে। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এক মিনিট নীরবতা পালন করা হয় নীরবতা পালন শেষে পরিবারের পক্ষ থেকে স্মৃতি মূলক বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক বিপুল ঘোষের বড় ভাই বিভূতি ভুষণ ঘোষ, পৌর মেয়র অমিতাভ বোস এর পর স্মৃতিচারণ বক্তব্য দেন প্রয়াত স্মৃতিকণা ঘোষের স্বামী বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা,ও ফরিদপুরের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিমেষ রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তার শেষকৃত্য সনাতন ধর্মীয় বিধিবিধান মেনে সম্পূর্ণ করে সমাহিত করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগের নেতা মোঃ ফারুক হোসেন, থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর শহর আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক মনিরুল হাসান মিঠু,অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, মনিরুজ্জামান মনির, শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ দাস লক্ষণ, জেলা বাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুন মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন, শিবাজী নিকেতনের সভাপতি বিজয় পোদ্দার, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, মাচ্চর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সী, চর মাধবদিয়ার সাবেক চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল, চর মাধবদিয়া ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সরদার আউয়াল হাসান, কানাইপুর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই, সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মানুষের ঢল শ্রদ্ধার্ঘ্য নিবেদন ভালোবাসা আপ্লুত হয়ে ফরিদপুরের মানুষ প্রমাণ করে ফরিদপুরে গণমানুষের জন্য একজন বিপুল ঘোষের দীর্ঘকালের যে মাইলফলক সেবামূলক কর্মকান্ড রাজনৈতিক চেতনার কর্মকান্ড একজন রাজনৈতিক নেতার স্ত্রীকেও সম্মাননায় ভূষিত করে। মানুষ স্মৃতিকণা ঘোষ কে মনে রাখবে কখনো ভুলবে না তার আতিথিয়তা তার সহানুভূতি তার সৃজনশীলতা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।