বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : রোববার (০৩.০৫.২০) সন্ধ্যার আগে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ১নং ওয়ার্ডের গুনবহা গ্রামের পালবাড়ি মাঠে সাহেব আলী বিশ্বাস নামের একজনের আবাদি জমির মধ্যে দাড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছিল এলাকার কয়েকজন যুবক। ক্ষেতের মধ্যে চলাচলে ফসলের ক্ষতি হওয়ায় সাহেব আলী তাদেরকে জমিতে দাড়িয়ে ঘুড়ি ওড়াতে নিষেধ করায় তার (সাহেব) সাথে বাকবিতান্ডায় জড়িয়ে পড়ে ওই যুবকেরা। এক পর্যায়ে গুনবহা গ্রামের প্রতাপের নেতৃত্বে সাহেব আলীর উপর হামলা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাহেব আলী (২০), ইউসুফ (২২) ও রশিদ (২৬) মারাত্বক আহত হয়। স্হানীয়রা আহতদের নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রোববার রাতেই সবুজ শেখ (৩০) ও সোহাগ শেখ (১৮) নামের দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, ঘুড়ি ওড়ানো নিয়ে মারামারির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।