হরিনাকুন্ডুতে আবারো পান বরোজে আগুন: অর্ধকোটি টাকার ক্ষতি
ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আবারো পান বরোজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ বিঘা জমির পানের বরজ সম্পুর্ণ রুপে পুড়ে অর্ধকোটি টাকার মত ক্ষতি হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলার মকিমপুর গ্রামের মাঠের বরোজে এ ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি একই উপজেলা মান্দারবাড়িয়া ও শিতলী গ্রামে প্রায় ১০০ বিঘা জমির পান বরোজ আগুনে পুড়ে ভস্মিভূত হয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার প্রদ্বীপ কুমার মন্ডল জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।