মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১ হাজার টাকার জরিমানা করা হয়।
আজ সোমবার ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার
এর নির্দেশনায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ মহোদয়ের পরামর্শক্রমে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ে সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের অধীন দুর্গাপুর পানপাড়া কাচারির টেক গ্রামে অবস্হিত মেসার্স কালাম মিষ্টান্ন ভান্ডার নামক প্রতিষ্ঠানে কথিত বগুড়ার দই প্রস্তুত, মজুদ ও বিক্রয় কারখানায় অভিযানিক বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় উক্ত কারখানায় খাদ্য পণ্যে বিষাক্ত ক্যামিকেল মিশ্রণ, ওজনে কারচুপি সহ অনেক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৩ ধারায় দশ হাজার টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়। ইতি পূর্বে কাচারির টেক বাজারে নিজাম হোটেল এর মালিককে ফ্রিজে বাসি-পচাঁ খাবার সংরক্ষণ করে অবৈধ ভাবে ব্যাবসা করায় উক্ত আইনে এক হাজার টাকা,সর্বমোট এগারো হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়।
প্রচলিত এই বাজার তদর কি কার্যক্রম পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান। একই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথারিতি দায়িত্ত্ব পালন করেন জেলা পুলিশ প্রশাসনের একটি টিম।