• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
গলাচিপায় পরিবার পরিকল্পনার অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ-গলাচিপায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ এবং প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে এফপিআই, এফডবিউএ, এফডবিউভিসহ বিভিন্ন মসজিদের ইমাম ও কাজী অংশ গ্রহণ করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে পরিবার পরিকল্পানা অধিদপ্তর আই.ই.এম ইউনিট এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশিষ কুমার, পরিবার পরিকল্পানা, পটুয়াখালীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পানা কর্মকর্তা মোঃ ইলিয়াস খান রানা, উপজেলা পরিবার পরিকল্পানা মেডিকেল অফিসার ডাক্তার মো. আতিকুর রহমান প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথি চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন বলেন, পরিবার পরিকল্পনায় নেগেটিভ ধারণা আছে অনেকের। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। পজেটিভ দিকগুলো তুলে ধরতে হবে। গণমাধ্যমে পজেটিভ দিক উঠে আসলে মানুষ ভাল কাজে উদ্ধু হবে। তিনি আরও বলেন, শিক্ষিত মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। কিন্তু বস্তিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সচেতনার অভাব রয়েছে। এই জনগোষ্ঠিকে টার্গেট করে সচেতনতায় জোর দিতে হবে। কর্মশালায় জানানো হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ইনফরমেশন, এডুকেশন ও কমিউনিকেশন (আইইসি) অপারেশনাল প্লানের আওতায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। জন্ম নিয়ন্ত্রণ, মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।