ফরিদপুরের চরভদ্রাসনে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসি মো. জাকারিয়া হোসেন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে চরভদ্রাসন থানার নবাগত (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো.জাকারিয়া হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
এ সময় চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মেজবাহ্ উদ্দিন, সেক্রেটারি লিয়াকত আলী, যুগ্ন-সম্পাদক মো. মনির হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নিরব সহ উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।