আত্মহত্যা প্রতিরোধে স্প্রে
জনসন অ্যান্ড জনসনের তৈরি একটি স্প্রে। নাম ‘স্প্রেভাটো’। আত্মহত্যা প্রতিরোধে যে স্প্রেটি কাজ করবে। নাকের এ স্প্রেটিকে ওষুধ হিসেবে অনুমোদনও দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যডমিনিস্ট্রেশন।
তবে এটি সকলের জন্য নয়। অবসাদের সমস্যা কাটাতে অন্য ওষুধ যাদের কাজ করেছে না, কেবল তারাই এটি ব্যাবহার করতে পারবে। তাদের আত্মহত্যার চিন্তা দূর করতে এই স্প্রে কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
গত ২০১৯-এর মার্চের পর থেকে এ পর্যন্ত ৬০০০ মানুষের উপরে এটি পরীক্ষা করে এ ফলাফল দেখা গেছে। খুব অল্প সময়ের মধ্যেই এটা বাজারে পাওয়া যাবে।