চকবাজারে বিচারগান অনুষ্ঠিত
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি:-
খাজা বাবার বার্ষিক ওরস উপলক্ষে ফরিদপুর শহরের চকবাজারে বিচারগান অনুষ্ঠিত হয়।
উক্ত বিচার গানে গান পরিবেশন করেন শিল্পী মাসুদ সরকার ও লিপি সরকার।
বিচারগান শেষে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ করা যেতে পারে প্রতিবছরই চকবাজারে বার্ষিক ওরস উপলক্ষে এ ধরনের আয়োজন করেন ব্যবসায়ী বৃন্দ।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে যোগ দেন।