• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে নৃশংসভাবে কুপিয়ে একজনকে হত্যা

ফরিদপুরে নৃশংসভাবে কুপিয়ে মিজানুর রহমান বাচ্চু (৪৮)  নামে একজনকে হত্যা করা হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত ২ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত যুবকের নাম মিজানুর রহমান বাচ্চু(৪৮)। সে শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাটা এলাকার রমযান আলী খান এর ছেলে। নিহত বাচ্চু তাবলিগ জামাত করতো আর ধর্মীয় কাজ নিয়েই ব্যস্ত থাকতো বলে জানায় স্থানীয়রা।

হত্যাকারী সন্দেহে আটক ২ জন হলো শরীফ(১৮) ও হাবিব(১৮)। আটককৃতরা এলাকায় বখাটে হিসেবে চিহ্নিত।

নিহত বাচ্চুর ভাগিনা মো. আরাফাত জানান, মামা এশার নামায পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক মামাকে ছুরি দিয়ে উপর্যপুরি কুপিয়ে আহত করে। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এসে ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাসপাতালে নেয়ার আগেই মামার মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, মামার সাথে আগে এই যুবকদের কথা কাটাকাটি হয়েছিল, তার প্রতিশোধ নিতেই মামাকে কুপিয়ে হত্যা করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। দুই জন হত্যাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিক ভাবে জানা গেছে হত্যাকান্ডের সাথে ৩ জন জড়িত ছিল।

তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আগামী কাল সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। # সংবাদসুত্র: টাইমস বাংলা

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।