• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
বাংলাদেশকে উচ্চপর্যায়ের করোনা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে মালয়েশিয়া

ছবি প্রতিকী

সংক্রমণ ঝুঁকিপূর্ণ ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি রাখা হলেও এবার বাংলাদেশকে উচ্চপর্যায়ের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে মালয়েশিয়া।

স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, কোভিড-১৯ মহামারির প্রভাবে দেশটির অভিবাসন নীতি অব্যাহত থাকায় বাংলাদেশ থেকে প্রবাসী কর্মীদের এ মুহূর্তে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
দেশটির এ নিষেধাজ্ঞার কবলে পড়ে বাংলাদেশে ফেরত আসা প্রবাসী কর্মীরা আবার কর্মস্থলে ফিরতে পারবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এ নীতির আওতায় বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের নাগরিকরা চাইলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ থেকে বিশেষ অনুমতিপত্র নিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবে।

এ ছাড়া বাংলাদেশে বসবাসরত মালয়েশিয়া প্রবাসীদের কেউ দালালের খপ্পরে পড়ে বা কারও কথায় প্ররোচিত হয়ে যাওয়ার চেষ্টা না করতেও সতর্ক করেন মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস।
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪২৫ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৪ হাজার ৮১৫ জন।
উল্লেখ্য, প্রায় ২৫ হাজারেরও বেশি প্রবাসী শ্রমিক এ মুহূর্তে বাংলাদেশে ছুটিতে রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।