স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রদান করা হলো।
ফাহাদ বিন ওয়াজেদ ফাইন বর্ধিত ফরিদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শোভারামপুর মহল্লার ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা।
তার বাবা ওয়াজেদ ব্যাপারী ইউনিয়ন জামায়াতের আমির এবং মা রোকেয়া বেগম কোতোয়ালি জামায়াতের রোকন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম বলেন, গত ৭ জুন রাত থেকে ফরিদপুরে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযান ও পরবর্তীতে ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা বিভিন্ন মামলায় ফাইনের নাম রয়েছে। ফাইনকে আমরা খুঁজছি, তবে তিনি পলাতক রয়েছেন।