জন্মের পর থেকেই বলিউডে অন্য যেকোন স্টারকিডের তুলনায় অনেক বেশি জনপ্রিয় সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের পুত্র তৈমুর। পতৌদি বংশের এই ছোট নবাব যেন সব সময়ই সবার আকর্ষণের তালিকার একদম উপরে।
তবে প্রকাশ্যে এলো আরো একটি চমকপ্রদ তথ্য। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ পরম্পরা এই ছোট নবাব। কী অবাক হলেন?
বলিউডের প্রবীন অভিনেত্রী শর্মিলা ঠাকুর সম্পর্কে যে তৈমুরের নানী সেটি আমাদের কারো অজানা নেই। সেই দিক থেকে ভেবে দেখলে শর্মিলা ঠাকুরের সঙ্গে যে রবীন্দ্রনাথের সম্পর্ক পিতামহের সেটিও অনেকের জানা। সেদিক থেকে খেয়াল করলে তৈমুরের সাথে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ সম্পর্ক রয়েছে।
এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নিজের সম্পর্কে প্রসঙ্গে একটি সাক্ষাতকারে শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন, ঠাকুর উপাধিটির উপর আমার তেমন কোন কৃর্তত্ব নেই। তবে এটা সত্যি যে এই উপাধিটি দুর্দান্ত।
তিনি আরো যোগ করে জানান, আমি সত্যিই অনেক ভাগ্যবতী এমন একটি পরিবারে জন্মগ্রহণ করে। তবে দূভাগ্যক্রমে আমার জন্মের তিন বছর আগেই রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান। যার ফলে উনার সাথে আমি আমার সরাসরি সাক্ষাত হয়নি। তবে উনার সম্পর্কে মায়ের মুখে অনেক গল্প শুনেছি।