নিম্নচাপের আবহাওয়া কি করোনাকে আরও ভয়ঙ্কর করে তুলবে?
নিম্নচাপ আর বৃষ্টিতে নোভেল করোনা মার খাবে? এই আশায় আপাতত গুড়ে বালি। কোভিড-১৯ এক নতুন ভাইরাস, তাই এর সম্পর্কে বেশি কিছু জানি না আমরা। যদিও নানা রকম গবেষণা নানা জায়গায় হচ্ছে, সেগুলো এখন একত্র করলেও এর থেকে কিছু বলার সময় আসেনি।
অসময়ের বৃষ্টিতে কি আমাদের লাভ হবে? মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস স্বীকার করেন, ভাইরাসের এই চরিত্রের দিকটি আমাদের জানা নেই। ‘ন্যাশনাল ইনস্টটিউট ফর বায়োমেডিক্যাল জেনোমেটিক্স’-এর অধিকর্তা ও বিজ্ঞানী পার্থপ্রতিম মজুমদার বলেন, ‘‘বৃষ্টি ও গরমের সঙ্গে ভাইরাসের বাড়া-কমার কোনও বৈজ্ঞানিক ভিত্তি এখনও পর্যন্ত নেই।’’
সুত্র ঃ আনন্দ বাজার