• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৩ ইং
গোপালগঞ্জের রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানবন্ধন

ছবি - শিক্ষক বৃন্দের মানব বন্ধন

গোপালগঞ্জের রামদিয়া সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষকরা।

 

বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় কলেজটির শহর ক্যাম্পাসের সামনের রাস্তায় এ মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, যারা রাতের আঁধারে সরকারি এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের উপর বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বাংলাদেশ শিক্ষক পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. সিরাজুল ইসলাম, একই কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রেজাউল করিম, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হালিম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মিজানুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, দেবাশীষ দাস, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম বাবু, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক শাহাজাহান শেখ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খলিলুর রহমান, ওবায়দুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক উত্তম কুমার দত্ত প্রমুখ।

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।