চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী ভাঙন কবলিত ৩৬০ পরিবারের মাঝে ৫৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান কর্মসূচী বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। গত ২৭ জুলাই
স্থানীয় জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এ কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার, এসিল্যান্ড খাইরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু
ও থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল প্রমূখ। পরবর্তিতে এক সপ্তাহ ধরে পর্যায়ক্রমে দুস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা বাবদ চেকগুলো বিতরন করা হয়। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ভাঙন কবলিত পরিবারের মাঝে অর্থ
সহায়তা প্রদানের আয়োজন করা হয়।
জানা যায়, এ কর্মসূচীর আওতায় উপজেলা পদ্মা নদীর ভাঙন কবলিত ও দুস্থ প্রতি পরিবারে ১৫ হাজার টাকা করে ৩৬০
পরিবারের মাঝে মোট ৫৪ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে।
এরমধ্যে উপজেলা সদর ইউনিয়নের ৬১ পরিবারের মাঝে ৯ লাখ ১৫ হাজার টাকার চেক, গাজীরটেক ইউনিয়নের ২৭৬ পরিবারের মাঝে ৪১ লাখ ৪০ হাজার টাকা ও চর হরিরামপুর ইউনিয়নের ২৩ পরিবারের মাঝে ৩ লাখ ৪৫ হাজার টাকা সহ সর্বমোট ৩৬০
পরিবারের মাঝে ৫৪ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে বলে জানা যায়।