নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা যুবলীগের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী জাতীয় উদযাপন কমিটির আয়োজনে, (৪ নভেম্বর) শুক্রবার সকাল ১০ টায় কবি জসিম উদদীন হলে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’র আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি প্রস্তুতি সভায় বক্তব্যে বলেন, আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে সকল দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিবে যুবলীগ। তিনি আরো বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধুকন্যার প্রধান শক্তি হিসেবে মুখ্য ভূমিকা পালন করেছে যুবলীগ। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, বিএনপি জামায়াত গোটা বাংলাদেশে যে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে তার জবাব যে যুবলীগ সংগঠন হিসেবে যেকোন সময় দেবার সক্ষমতা রাখে সেই প্রমাণ এই মহাসমাবেশের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে।
এসময় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহাগ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেঃ মিজানুর রহমান বিশ্বাস টুটুল, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক, ইতমাম হাসিন চৌধুরী সহ বিভিন্ন জেলা/ উপজেলার যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।